সঠিক পরিচর্যার মাধ্যমে অটিজম আক্রান্তদের জীবনমান উন্নত করা যায়

অটিজম জগৎ সাময়িকীর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা

| রবিবার , ১৭ নভেম্বর, ২০২৪ at ৯:০৪ পূর্বাহ্ণ

দ্বিমাসিক সাময়িকী ‘অটিজম জগৎ’এর প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠান গতকাল শনিবার চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন, শিশুসাহিত্যিক বিপুল বড়ুয়া।

কাজী জিনাত রহমানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন, নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সভাপতি ডা. বাসনা মুহুরী, মো. তৌফিকুল আলম, প্রকৌশলী পরিমল চন্দ্র পাল, নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ঝুলন কুমার দাশ, অভিভাবক জান্নাতুল ফেরদৌস, সেলিম আহমদ, কানিজ ফাতেমা, কথাসাহিত্যিক নাসের রহমান, শিশুসাহিত্যিক দীপক বড়ুয়া, উৎপলকান্তি বড়ুয়া, অমিত বড়ুয়া, অপু বড়ুয়া, লিটন কুমার চৌধুরী, নান্টু বড়ুয়া, রেবা বড়ুয়া।

ধন্যবাদ জ্ঞাপন করেন অটিজম জগৎ সাময়িকীর সম্পাদক রাজন বড়ুয়া।

বক্তারা বলেন, অটিজম সারাজীবনের সমস্যা। এটা এমন না যে একসময় পুরোপুরি ঠিক হয়ে যাবে। তবে যথাযথ পরিচর্যার মাধ্যমে অটিজম আক্রান্তদের জীবনমান উন্নত করা যায়। এক্ষেত্রে পরিবার এবং সমাজের সহযোগিতা প্রয়োজন। জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি করা গেলে অটিজম আক্রান্তরা উপকৃত হবে। শ্রেয়ার সংগীত পরিবেশনার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডাক্তারসহ ৫৪ শূন্য পদ ব্যাহত চিকিৎসাসেবা
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ