সঞ্চয়পত্র ও ডাকঘর সঞ্চয় ব্যাংকে আমৃত্যু পুনঃবিনিয়োগের সুবিধা

| শুক্রবার , ২০ ডিসেম্বর, ২০২৪ at ৫:৫৯ পূর্বাহ্ণ

অনলাইনে বা সশরীরে গ্রাহকের সম্মতির শর্তে চার ধরনের সঞ্চয়পত্র ও ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদি হিসাবে বিনিয়োগের ঊর্ধ্বসীমা পর্যন্ত আমৃত্যু পুনঃবিনিয়োগের সুবিধা পাবেন গ্রাহক। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার দিয়ে আগের নির্দেশনা সুস্পষ্ট করেছে। চার ধরনের সঞ্চয়পত্র হলপাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র এবং তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। তবে এ সুবিধা পাবে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র ও পেনশনার সঞ্চয়পত্রের যেগুলো চলতি বছরের ১ ডিসেম্বর বা এরপর মেয়াদোত্তীর্ণ হবে। খবর বিডিনিউজের।

এছাড়া ম্যানুয়াল পদ্ধতিতে ইস্যু করা সঞ্চয়পত্রের ক্ষেত্রেও এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে। তবে ঊর্ধ্বসীমার অতিরিক্ত অর্থ স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের ব্যাংক হিসাবে পাঠিয়ে দেওয়া হবে। এ বিষয়ে আগের সার্কুলারে বলা হয়েছিল, জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমে সংশ্লিষ্ট বিনিয়োগকারী তার ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে পুনঃবিনিয়োগের আবেদন করতে পারবেন। এছাড়া তিনি যেখান থেকে সঞ্চয়পত্র কিনেছেন সেখানে সশরীরে উপস্থিত হয়েও পুনঃবিনিয়োগের জন্য আবেদন দাখিল করতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধনগরীর উন্নয়ন নিশ্চিতে গৃহকর দেয়ার আহ্বান মেয়রের
পরবর্তী নিবন্ধনির্বাচনের ঘোষণা ও গুম তদন্তের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র