সজল স্মৃতি আন্তঃ ক্লাব শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

| সোমবার , ২৩ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫৮ পূর্বাহ্ণ

মহান বিজয় দিবস উপলক্ষে ফুটন্ত ফুল আয়োজিত সজল স্মৃতি আন্তঃ ক্লাব শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ২০ ডিসেম্বর নগরীর পশ্চিম বাকলিয়া ডিসি রোডস্থ মৌসুমী আবাসিক এলাকার মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় সেভেন ওয়ারিয়র্স দল ৫ রানে রেড বুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং ইডেন ক্লাবের স্থায়ী কমিটির চেয়ারম্যান শাহজাহান হায়দার, আহসানুল কবির চৌধুরী টিটু, ফুটন্ত ফুলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রাশেদ কিবরিয়া, ডিসি রোড সমন্বয় কল্যাণ পরিষদের সভাপতি মো. এখতিয়ার, সহসভাপতি রায়হান পারভেজ, যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল হিদা, ফুটন্ত ফুলের সাবেক সভাপতি আব্দুল হাকিম, সহসভাপতি ফরহাদ আহমেদ তুহিন, সাধারণ সম্পাদক মো. আতিক, সৈয়দ রিয়াজ উদ্দিন, মো. সাহিন প্রমুখ। অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে শহীদ জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সালাউদ্দিন কাদের চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন