সচেতন নাগরিক হিসেবে জে এম সেন ভবন ভাঙার চক্রান্ত রুখে দাঁড়িয়েছি

সমন্বয় সভায় রানা দাশগুপ্ত

| শনিবার , ৯ জানুয়ারি, ২০২১ at ৬:৫০ পূর্বাহ্ণ

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেছেন, ব্যক্তি স্বার্থে নয় সংবিধানের ২৪ অনুচ্ছেদ রাষ্ট্র ও সরকারের দৃষ্টিতে আনার জন্য সচেতন নাগরিকের অংশ হিসেবে ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন জে এম সেন ভবন বিকৃতি, বিনাশ ও অপসারণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম।
ফরিদ আহমেদ চৌধুরীর পরিবারের সংবাদ সম্মেলনের বক্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল শুক্রবার মোমিন রোডস্থ হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু সংগঠনসমূহের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, নিকট অতীতে চট্টগ্রামের পুরানো আদালত ভবন ভাঙার চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ফলে তা রক্ষা পেয়েছে। এটিও ব্যক্তিস্বার্থে ছিলনা।
প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরীর সভাপতিত্বে ও অ্যাডভোকেট রুবেল পালের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, ইন্দু নন্দন দত্ত, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি শ্যামল কুমার পালিত, মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, অ্যাডভোকেট প্রদীপ চৌধুরী, দীপংকর চৌধুরী কাজল, অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী, অসীম কুমার দেব, দুলাল চৌধুরী, অ্যাড. পরিমল বসাক, অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী, সুমন কান্তি দে, মতিলাল দেওয়ানজী, সুকান্ত দত্ত, রুমা কান্তি সিংহ, বিকাশ মজুমদার, দেবাশীষ নাথ দেবু, সাগর মিত্র, অনুপ রক্ষিত, বিজয় কৃষ্ণ দাশ, টিংকু চক্রবর্তী, সিজার বড়ুয়া, চসিক কাউন্সিলর পদপ্রার্থী পুলক খাস্তগীর, শৈবাল দাশ সুমন, রুমকি সেনগুপ্তা, নিলু নাগ, সজিব সিংহ রুবেল, অশোক চক্রবর্তী, রতন সেন মুন্না, অধ্যাপক শিপুল দে, কাজল কান্তি দেব, সঞ্চয়ন চৌধুরী, জুয়েল আইচ অর্ক, বিকাশ শীল, অ্যাড. স্বরূপ পাল, নিবাস দাশ সাগর, দোলন মজুমদার, সুচিত্রা গুহ টুম্পা, অ্যাড. আশুতোষ দত্ত, ডা. তপন কান্তি দাশ, অ্যাড. যীশু কৃষ্ণ রক্ষিত, রিপন সিং, জিৎ কর বাবু, কল্লোল চৌধুরী, দেবব্রত চৌধুরী, আশীষ চৌধুরী, রাজীব চৌধুরী রাজু, চন্দন চৌধুরী, অশোক দেব, ডা. অঞ্চন কুমার দাশ, সঞ্চয় কুমার বিশ্বাস, প্রীতম পারিয়াল, দেবব্রত চৌধুরী, প্রণব রাজ বড়ুয়া, কার্ত্তিক রঞ্জন শীল, কাঞ্চন আচার্য্য, প্রদীপ দে, গোপাল দাশ টিপু, সুমন চন্দ্র নাথ প্রমুখ নেতৃবৃন্দ। আজ শনিবার সকাল ১১টায় জে এম সেন ভবনের সম্মুখে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতরুণরাই পারে অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করতে
পরবর্তী নিবন্ধসুজন ও তাঁর স্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল