চট্টগ্রামে পেশাদার গাড়ি চালকদের জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে বিআরটিএ। গতকাল দিনভর অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রামের ৩২০জন পেশাদার গাড়ি চালককে বিভিন্ন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়। চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি তথা সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় ড্রাইভারদের সড়ক আইনসহ গাড়ি চালানোর বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ মাসুদ আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (উত্তর) কীর্তিমান চাকমা, চট্টগ্রাম বিআরটিসি ট্রাক ডিপোর ম্যানেজার (অপারেশন) মোহাম্মদ কামরুজ্জামান, বিআরটিএ চট্টগ্রাম মেট্রো সার্কেল–২–এর মোটরযান পরিদর্শক পলাশ খীসা ও মেহেদী হাসান এবং সহকারী মোটরযান পরিদর্শক আবু নাঈম।
প্রশিক্ষণে অংশ নেয়া ৩২০ জন ড্রাইভার দিনব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করে গাড়ি চালানোর বহু নিয়ম কানুন এবং আইন শিখেছেন বলে জানিয়েছেন। সামনের দিনগুলোতে তারা অনেক বেশি সচেতনতার সাথে সড়কে গাড়ি চালাবেন বলেও অঙ্গীকার ব্যক্ত করেন।