সচিব হলেন চট্টগ্রামের জেলা জজ

| বুধবার , ১৪ আগস্ট, ২০২৪ at ৭:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. গোলাম রব্বানীকে বদলি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (জেলা জজ) পদে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশে গতকাল মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। খবর বাংলানিউজের।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিশিয়াল সার্ভিসের সদস্য চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. গোলাম রব্বানীকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব পদে নিয়োগবদলি করা হলো। পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট আগামী ১৪ আগস্ট দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মো. গোলাম রব্বানী সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ছিলেন। গত ১ জুলাই তাকে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ পদে বদলি করা হয়েছিল।

এদিকে আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহাকে সংযুক্ত কর্মকর্তা করা হয়েছে। এছাড়া অপর যুগ্ম সচিব শেখ গোলাম মাহবুবকে আইন কমিশনের সচিব পদে বদলি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের স্মারকলিপি
পরবর্তী নিবন্ধউপদেষ্টার সঙ্গে বৈঠক, ঋণ পরিশোধ নিয়ে উদ্বিগ্ন নয় বিশ্ব ব্যাংক