সঙ্গীত পরিষদের বর্ণাঢ্য রবীন্দ্র উৎসব

| সোমবার , ১৩ মে, ২০২৪ at ৭:১১ পূর্বাহ্ণ

গতকাল ১২ মে রবিবার সন্ধ্যা ৬.৩০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তীর উপলক্ষে সঙ্গীত পরিষদের রবীন্দ্র সঙ্গীত বিভাগের আয়োজনে ‘রবীন্দ্র উৎসবে’ আমন্ত্রিত অতিথি বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী শিলা মোমেন বলেন, গান অনেকেই করেন কিন্তু গান করলেই শিল্পী হওয়া যায় না, আমাদের শিশুদেরকে ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথের গান, কবিতা, গল্পের সাথে পরিচয় ঘটাতে হবে তবেই তারা একজন সংস্কৃতিমান মানুষ গড়ে উঠবে।

মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। সঙ্গীত পরিষদের সাধারণ সম্পাদক তাপস হোড়ের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয় রবীন্দ্র উৎসবের প্রথম পর্ব ‘রবি রাগ’। উৎসবে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ রীতা দত্ত। উপস্থিত ছিলেন সঙ্গীত পরিষদের নির্বাহী সদস্য মোহাম্মদ সাজিদুল হক। সঙ্গীত পরিষদের নির্বাহী সদস্য অধ্যাপক দেবাশিস্‌ রুদ্রের সঞ্চালনায় রবীন্দ্র উৎসবে সঙ্গীত পরিষদের রবীন্দ্র সংগীত বিভাগের ৭০ জন শিক্ষার্থী পরিবেশনায় অংশগ্রহণ করে।

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ক্লাসিক্যাল ২য় বর্ষের শিক্ষার্থী সংঘমিত্রা, সৌম্য, সানজা, সুদীপ, প্রিয়ন্তী, ঋত্তিকা, দীপান্বিতা, আরাধ্য, দিয়া, জ্যোতি, জয়িতা, রবীন্দ্র ১ম বর্ষের শিক্ষার্থী পদ্মমিতা, নবজিৎ, তৃপ্ত, কোয়েল, পূজারী, হৃদিকা, পূর্ণা, বিন্দু, শ্রেয়া, সংযুক্তা, তনুশ্রী, শ্রেয়া, মেঘা, ন্যান্সি, শ্লোক, অরিত্র, অনন্ত, প্রিয়াংশু, শ্রেয়সী, অর্চি, রবীন্দ্র ২য় বর্ষের শিক্ষার্থী হিয়া, ঐশী, ঐন্দ্রিলা, দীপান্বিতা, স্নিগ্ধা, মৈত্রী, ক্রীষ্টিনা, জয়ীতা, অনুমেঘা, সৃজিতা, প্রিয়ন্তী, অনন্যা, সম্পূর্ণা, সেমন্তি, অদ্রিজা, শুভ্র, উর্মি, রবীন্দ্র ৩য় বর্ষের শিক্ষার্থী, প্রাঙ্গন, শর্মী, জ্যোতি, পূর্ণিতা, অন্বেষা, অর্পিতা, সূচি, তৃষা, পায়েল, সর্পিতা, প্রিয়সী, রবীন্দ্র ৪র্থ বর্ষের শিক্ষার্থী দিব্যেন্দু, শ্রেয়া, অর্চি, পূর্বাশা, প্রত্যুষ, ভাগ্যশ্রী, পৃথুলা, গ্রন্থিক, রবীন্দ্র ৫ম বর্ষের শিক্ষার্থী শ্রীপন্না, দেবাষিুতা, সীমান্ত, পৌষালী, রবীন্দ্র ৬ষ্ঠ বর্ষের শিক্ষার্থী ঋতু, অনন্যা, রবীন্দ্রনাথের গানের নৃত্য পরিবেশনায় অংশগ্রহণ করেন দেবষ্মী ধর, পৃথ্বিকা দত্ত, হৃদিতা পাল, অর্জিত বড়ুয়া, হৃদি দে, অর্পা দাশ, আরাধ্যা বড়ুয়া, রাধিকা দে, তন্বী বড়ুয়া, পূজা দে, যন্ত্র সংগীতে ছিলেন নিমিলেশ বড়ুয়া, প্রান্ত আচার্য্য, দীপ্ত অভিষেক দাশ, দীপ্ত দত্ত, সমগ্র অনুষ্ঠান পরিকল্পনা ও ভাবনায় পরিষদ শিক্ষক মনীষা রায়, প্রিয়ম কৃষ্ণ দে, প্রান্ত আচার্য, অন্তরা দাশ, বনানী চক্রবর্ত্তী, তন্বী বড়ুয়া।

পূর্ববর্তী নিবন্ধঘুড়ি’র যুগপূর্তি উপলক্ষে তিন বন্ধুর নিবেদন
পরবর্তী নিবন্ধমা দিবসে মেয়েকে সামনে আনলেন পরীমণি