সখ্য ও সৌহার্দ্য বাঙালি সংস্কৃতির মূল অনুষঙ্গ

চিকিৎসা ক্যাম্পে ডা.রাজীব রঞ্জন

| রবিবার , ৩ মার্চ, ২০২৪ at ৭:৪৯ পূর্বাহ্ণ

ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন বলেছেন, আবহমান কাল থেকেই বাংলাদেশের মানুষের মাঝে ধর্মীয় সমপ্রীতির সদ্ভাব বজায় রয়েছে। পারস্পরিক প্রণয়, আনুকূল্য, মিত্রতা, সখ্য ও সৌহার্দ্য সমপ্রীতিময় বাঙালি সংস্কৃতির মূল অনুসঙ্গ হয়ে উঠেছে।

তিনি ফিরিঙ্গি বাজার ব্রীজ ঘাটায় ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬তম জন্মমহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। সৎসঙ্গ চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় দিনব্যাপী উৎসবে ২০হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন একদল ভারতীয় চিকিৎসক। ডা. টিপু মজুমদার ও ডা. অজয় ভট্টাচার্য্যের সঞ্চালনায় চিকিৎসা ক্যাম্পে সেবা প্রদান করেন অধ্যাপক ডা. নিতাই প্রসাদ দও, ডা. প্রতীক চৌধুরী, ডা. সৌমেন চৌধুরী, ডা. সৌরভ সাগর, ডা. প্রবাল চক্রবর্তী, ডা. বিউটি পাল নন্দী, ডা. লাবনী দে, ডা. সুদীপ চৌধুরী, ডা. মৃওিকা দত্ত, ডা. স্মরণ কর, ডা. টিপু মজুমদার, ডা. অজয় ভট্টাচার্য্য, ডা. সুকুমার নন্দী।

অধ্যাপক প্রদীপ কুমার দের সভাপতিত্বে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত, সুব্রত আদিত্য, নটো কিশোর আদিত্য, তিমির সেন। বক্তব্য রাখেন সনত কুমার ঘোষ, চন্দন ভট্টাচার্য, প্রকৌশলী বিজয় কিষাণ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফরহাদাবাদ কাদেরিয়া চিশতিয়া পরিষদের ৩৫তম সুন্নি সম্মেলন
পরবর্তী নিবন্ধচন্দ্রনাথধামে শিব চতুর্দশী মেলা ৮ মার্চ থেকে