সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নগরীর ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, আগামীতে মেয়র নির্বাচিত হলে, আমি সকল ধর্ম-মত-সমপ্রদায় ও সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে চট্টগ্রামকে দেশের অন্যতম শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করব।
এসময় বক্তব্য রাখেন ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ সালাহউদ্দিন, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মাসুদ করিম চৌধুরী এবং বিভিন্ন মণ্ডপের পূজা কমিটির নেতৃবৃন্দ।