সকল রাজনীতিক জননেতা হয়ে উঠতে পারেন না

মহিউদ্দীন চৌধুরীর স্মরণসভায় রেজাউল করিম

| বুধবার , ৩০ ডিসেম্বর, ২০২০ at ৯:৪৬ পূর্বাহ্ণ

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, সকল রাজনীতিক জননেতা হন না, কিন্তু সকল জননেতা রাজনীতিক হন। প্রয়াত জননেতা এবিএম মহিউদ্দীন চৌধুরী শুধু একজন রাজনীতিক নেতা নন, এদেশের মাটি ও মানুষ এবং খেটে খাওয়া শ্রমজীবী জনতার প্রাণের হৃদস্পন্দন।
তিনি গতকাল রেয়াজউদ্দীন বাজার দোকান কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত এবিএম মহিউদ্দীন চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণসভায় এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বেগম হাসিনা মহিউদ্দীন বলেন, জীবিত মহিউদ্দীন চৌধুরীর চাইতে মৃত মহিউদ্দীন চৌধুরী অনেক বেশী শক্তিশালী।
রেয়াজউদ্দীন বাজার দোকান কর্মচারী সমিতির সভাপতি এস.এম নুরুল আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম.এ জিন্নাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক আবদুল আহাদ, মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দীন বাচ্চু, আবুল হোসেন আবু, তারেক ইমতিয়াজ ইমতু, আবদুল মোতালেব চৌধুরী, নিলু নাগ, আব্দুস সালাম মাসুম, নুরুল কবির, জসিম উদ্দীন, সাবের আহম্মদ, তোফাজ্জল হোসেন জিকু, শফিকুল ইসলাম শফি, আলহাজ্ব আবুল কাসেম, সরফরাজ নেওয়াজ রবিন, শরিফুল ইসলাম শরিফ, এস.এম জাবেদ, মুকুল হোসেন, জসীম উদ্দীন, হারুনুর রশিদ রনি, কামাল উদ্দীন, বাবুল, মো. সোহেল, মো. ইউনুছ মিজানুর রহমান মিজান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযমুনা অয়েল কোম্পানি সিবিএ নির্বাচন ২৮ জুন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন আক্রান্ত ১২৪, দুইজনের মৃত্যু