বোয়ালখালী উপজেলার কধুরখীলে (আকুবদন্ডী) স্বামী জগদানন্দপুরী মহারাজের আবির্ভাব দিবস উপলক্ষে ধর্মসম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ১ জানুয়ারি সমাধিপীঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জগদানন্দ মিশন পরিচালনা স্থায়ী পরিষদের সভাপতি বিকাশ দেওয়ানজী ও টিটন দে টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। অতিথি ছিলেন জগদানন্দ মিশন পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা সন্তোষ কুমার দে, লক্ষীছড়ি উপজেলার কৃষি অফিসার মানিক চন্দ্র শীল, কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, পোপাদিয়া ইউপি চেয়ারম্যান এসএম জসিম উদ্দিন, কধুরখীল ইউপি চেয়ারম্যান শফিউল আজম শেফু। বক্তব্য রাখেন জগদানন্দ মিশন পরিচালনা স্থায়ী পরিষদের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী, উৎসব উদযাপন পরিষদের সভাপতি শংকর চন্দ। স্বাগত বক্তব্য দেন উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিকাশ নাথ ও অর্থ সম্পাদক সজীব কুমার দে। অনুষ্ঠানে বক্তারা বলেন, ধমীয় অনুশীলন মনুষ্যত্বের বিকাশ ঘটায়। সকল ধর্ম সাম্যের কথা বলে, মানবতার কথা বলে। মহাপুরুষদের জীবনাদর্শ অনুসরণ করলে সমাজ সুন্দর ও আলোকিত হয়।