সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ রাষ্ট্র গড়তে চায় জামায়াতে ইসলামী

লোহাগাড়ায় সাবেক এমপি শামসুল ইসলাম

| রবিবার , ২৭ এপ্রিল, ২০২৫ at ৫:১২ পূর্বাহ্ণ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেছেন, সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ রাষ্ট্র গড়তে জামায়াতে ইসলামী নিরবচ্ছিন্ন কাজ করছে। যাতে ধর্মবর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ যেন নিজ নিজ অধিকার নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাষ্ট্রে বসবাস করতে পারে। আর এই শিক্ষা দিয়েছে ইসলাম। মহানবী হযরত মোহাম্মদ (.) মদিনা সনদের মাধ্যমে এই ফর্মূলা দিয়ে গেছেন বিশ্ববাসীর জন্য।

লোহাগাড়ার চরম্বা ইউনিয়নের জবলে কোরআন ইবতেদায়ি মাদ্রাসার ৩২তম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা ফৌজুল কবিরের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসার সহকারী অধ্যপক মাওলানা আবুল কালাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম মুহাম্মদ আব্দুল গফুর, চরম্বা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শামসুল আলম হেলালী, সমাজসেবক কাজী জসিম উদ্দিন, পদুয়া ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি জিয়াউল হক, দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আলী হোসাইন, লোহাগাড়া উপজেলা জামায়াতের শুরা সদস্য অধ্যাপক হেলাল উদ্দিন, বড়হাতিয়া সেনের হাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন প্রমুখ। বিশেষ বক্তা ছিলেন মাওলানা মোহাম্মদ আবু ইউছুফ, মাওলানা আবুল কাসেম, মাওলানা ইদ্রিচ হেলালী, মাওলানা গোলাম রসুল সাবেরি, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আব্দুশ শাকুর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে বিশেষায়িত হাসপাতালের স্থান পরিদর্শনে স্বাস্থ্য উপদেষ্টা
পরবর্তী নিবন্ধমিট বাংলাদেশ এক্সপোজিশনে উত্তরা অটোমোবাইলস