বোয়ালখালীর পোপাদিয়ার আকুবদণ্ডী সর্বজনীন মগধেশ্বরী মাতৃমন্দিরের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব দু’দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানমালার মধ্য দিয়ে গত ৮ মার্চ সম্পন্ন হয়। মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত ১ম দিবসের ধর্মসম্মেলনে সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা পরিষদের উপদেষ্টা রবীন্দ্র নাথ। সজীব দাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরনবী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মেহেদী হাসান সুজন, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এসএম মোদাচ্ছের, সহ–সভাপতি রাজু দে, পার্থ সারথী চৌধুরী, বিশ্বজিৎ চৌধুরী বিশু, তপন নাথ, নারায়ন নাথ, ডা. সুকুমার নাথ, লিটন নাথ। বক্তব্য রাখেন যীশু নাথ, টিটন দে টিটু, লক্ষ্মীন্দর নাথ, সুমন নাথ, বিকাশ নাথ, জয় প্রকাশ দে, রুবেল দে। আরো উপস্থিত ছিলেন অজিত ধর, টিংকু দে, হিল্লোল চৌধুরী, রাজু রায়, মিথুন চৌধুরী, রানু মজুমদার, প্রভাত নাথ, পরিতোষ নাথ, কার্তিক নাথ, শুভ নাথ, বিজয় নাথ, শিক্ষিকা অরুণদূতী চৌধুরী, লাকী নাথ, কার্তিক নাথ, সুমন দে, শংকর নাথ, কাজল নাথ, লিটন নাথ, শচীন্দ নাথ, শ্যামল নাথ, জুয়েল নাথ, গীতাপাঠক মাইকেল নাথ, নিশান নাথ, সুব্রত নাথ, আশীষ নাথ, হৃদয় দে, অন্ত নাথ, জয়া রায়, জগদীশ নাথ, তমাল নাথ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, নিয়মিত ধর্মচর্চা করলে সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করা সম্ভব। সকল ধর্মেই সাম্য ও মানবতার কথা বলে। তাই ধর্মীয় অনুশাসন মেনে চলা আমাদের দায়িত্ব। প্রেস বিজ্ঞপ্তি।