নারীদের মুক্তির জন্য বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন অনেক লড়াই করেছেন। নারীদের শিক্ষা ছাড়া সমাজের উন্নতি সম্ভব নয় তিনি বুঝেছিলেন, তাই তিনি মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে নারীরা শিক্ষিত। সর্বক্ষেত্রে নারীরা এগিয়ে। দেশ পরিচালনা থেকে শুরু করে সকল কর্মে নিখুঁতভাবে সফলতার চরম শিখড়ে অবস্থান করছে নারীরা।
আগে সন্তান মেয়ে হলে মুখ ভার হতো পরিবারের সবার।বর্তমানে মেয়ে জন্ম নিলে সকলে খুব খুশি হয়, মিষ্টি বিতরণ করে ও ঘরে লক্ষ্মী আসছে বলে ধরা হয়। এখন প্রতিটি ঘরে মেয়েরা বিভিন্ন কাজে সফলতা দিয়ে পরিবারের দায়িত্ব সামলান। গুরুত্বপূর্ণ পদে থেকে সংসার, চাকরি, সন্তান লালন পালন করেন একসাথে। মেয়েদের এখন আর বোঝা মনে করে না কেউ। আগে যেমন ফুটবল ছিলো ছেলেদের, মেয়েদের ছিলো পুতুল খেলা। বর্তমানে মেয়েদের ফুটবল দলের সবাই অনেক সাফল্য এনেছে বিদেশের মাঠে খেলে। বিশ্বকাপের স্বপ্ন অদূরে নয়। চেষ্টা করলেই আমাদের দেশ হবে আরো সুন্দর ও সফল। গাড়ির সামনের চাকা হলো নারী এই কথা বলেছিলেন বেগম রোকেয়া, এখন গাড়ি, বিমান, রেল সব চালান মেয়েরাই। পুরো বিশ্বে পুরুষদের পাশাপাশি নারীরা সমান গতিতে এগিয়ে চলেছে বীরত্বের সাথে। বিভিন্ন ক্ষেত্রেই প্রশংসার যোগ্য হয়ে উঠেছে নারীরা। সমস্ত কাজে এখন পারদর্শী নারী। সকল কর্মে নারীরা বিজয়ী। বীরের বেশে, দাপটের সাথে, অদম্য শক্তিতে এগিয়ে যাওয়া নারীদের জানাই শ্রদ্ধা।