আহলে সুন্নাত ওয়াল জামাআত কাথরিয়া ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় আল্লামা শায়খ নুরুল ইসলাম ফারুকীসহ সকল হত্যার বিচারের দাবিতে এক প্রতিবাদ সমাবেশ ও গণ মিছিল গত ৩০ আগস্ট অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ আমির হোসেন ও হাফেজ তৈয়ব উল্লাহর যৌথ সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন মুফতি আল্লামা নেছার উদ্দীন মুনিরী আল কাদেরী।স্বাগত বক্তব্য রাখেন মাওলানা সিরাজুল হোক। বক্তব্য রাখেন মাওলানা আবুবকর সিকদার,অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী, হাফেজ আবদুল ওয়াহেদ,হাফেজ জসিম উদ্দিন, এস. এম শহীদুল ইসলাম,মাস্টার রিদুয়ানুল হোক, রায়হান উদ্দীন, হাফেজ ওসমান গনি, আবু তাহের,সৈয়দুল আলম,তারেকুল ইসলাম,মনিরুল হাসান,হাফেজ মাহবুব আলম প্রমুখ। বক্তারা বলেন, দেশের বিচার ব্যবস্থা দলীয়করণের কারণে কোন অপরাধের সুষ্ঠু বিচার হয়নি। শহীদ ফারুকী একজন মিডিয়া ব্যক্তিত্ব, চিহ্নিত ব্যক্তিদের নামে মামলা করার পরও প্রশাসনের নিরবতা সুন্নি জনতার হৃদয়ে আঘাত করে। তারা মামলার সুষ্ঠু তদন্তপূর্বক আসামীদের বিচার দাবি করেন। বক্তারা বলেন,সকল অপরাধের মূলোৎপাটন করতে স্বাধীন বিচার ব্যবস্থার বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।