‘সকলে সচেতন হলে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে’

বিজিসি ট্রাস্ট ভার্সিটিতে সচেতনতামূলক কর্মশালা

| মঙ্গলবার , ২১ মে, ২০২৪ at ৮:৫৬ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সির আইন বিভাগ ও জেলা লিগ্যাল এইড অফিস চট্টগ্রামের যৌথ উদ্যোগে সরকারি আইন সহায়তা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা বিভাগের চেয়ারম্যান মো. আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. .এফ.এম. আওরঙ্গজেব। বিশেষ অতিথি ছিলেন আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর এ.বি.এম আবু নোমান, রেজিস্ট্রার ইনচার্জ ড. এস.এম শোয়েভ। প্রধান আলোচক ছিলেন জেলা সিনিয়র সহকারী জজ ও লিগ্যাল এইড অফিসার মুহাম্মদ ইব্রাহিম খলিল। বক্তব্য রাখেন কর্মশালার কোঅর্ডিনেটর আইন বিভাগের শিক্ষক আমিনুল হক সিদ্দিকী। আইন বিভাগের শিক্ষক সিদরাতুল মুনতাহা তৃনার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি রেজিষ্ট্রার সালাহউদ্দিন শাহারিয়ার, বিভাগের শিক্ষক আসমা আল আমিন প্রমুখ। প্রধান অতিথি বলেন, নাগরিক অসচেতনতার কারনে আমরা সরকার কর্তৃক প্রদত্ত অনেক আইনি সহায়তা সম্বন্ধে নিজেরা ওয়াকিবহাল থাকিনা। সাধারন জনগনের নিকট সেই বিষয়গুলোর জানানোর এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আইনের ছাত্র এবং আগামীদিনে আইনের একজন সেবক হিসেবে আপনাদের গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে। প্রধান আলোচক বলেন, প্রচলিত ধারনার কারনে সাধারণত জনগনের অনেকেই সরকারের আইনি সহায়তার বিষয়টি সম্বন্ধে অবগত নয়। সেই ধারনা থেকে বেরিয়ে আসার লক্ষ্যে জনগনকে সচেতন করার জন্য আইন পেশায় নিয়োজিত সংশ্লিষ্টদের মূখ্য ভূমিকা পালন করতে হবে। জনগনের সচেতনতা বৃদ্ধির জন্যে আমরা আগামীদিনের আইনের সেবক এবং সুন্দর সমাজ বিনির্মানের কারিগর হিসেবে আপনাদের মাধ্যমে জনগনের মাঝে আমরা সচেতনতা বৃদ্ধি করতে চাই। একজন ব্যক্তির যদি আইন এবং আইনের ক্ষেত্রে সরকারের সহায়তার সম্বন্ধে ভালো ধারনা থাকে তাহলে সে সমাজ এবং রাষ্ট্রের আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারে।অনুষ্ঠানে আইন বিভাগের বিভিন্ন সেমিস্টারের ছাত্রছাত্রীরা অংশ গ্রহন করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রচনা ও স্লোগান প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে প্রশাসনের সাথে বৌদ্ধ সমিতির মতবিনিময় সভা