বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার সবাইকে সমানভাবে দিতে হবে। সকল জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। খবর বাংলানিউজের।
আমীর খসরু বলেন, আজকের সমগ্র জাতির জন্য কাজ করতে হবে। কোনো বিভেদ রাখা যাবে না, সবার চিন্তাভাবনার প্রতিপালন করাতে হবে। তিনি বলেন, গণতন্ত্র অর্থনীতি রাজনীতি ও সাংবিধানিক অধিকার সকল নাগরিকের জন্য নিশ্চিত করতে হবে। কোনো মহলের স্বার্থের প্রতিফলন ঘটানো যাবে না। জনগণের স্বার্থে কোনো আপোষ করা যাবে না। নতুন যে বাংলাদেশ হয়েছে তা গণ্ডগোল করার জন্য ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে সজাগ থাকতে হবে।