সীতাকুণ্ডে এক ছাত্রলীগ নেতার দখলে থাকা সড়ক ও জনপথ বিভাগের জায়গা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেনের নেতৃত্বে ওই জায়গা উদ্ধারে অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত ব্যক্তি মো. রমজান আলী উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল জাহানাবাদ এলাকায় মুন্সী মিয়ার পুত্র এবং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল জাহানাবাদ এলাকায় ছালেহ কার্পেট সংলগ্ন মহাসড়কের পশ্চিম পাশে সওজের দুই একরের জায়গা দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিল রমজান আলী। সেখানে
তিনি দোকান, ঘর ও ডিপো বানিয়ে তা ভাড়া দিয়েছেন। সেসব থেকে লাখ টাকা ভাড়াও আদায় করছেন। এছাড়া সেখানে তিনি একটি পুকুরও ভরাট করেছেন।
উপজেলা নিবাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন বলেন, রমজান আলী নামের এক যুবক দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগের প্রায় ২০ কোটি টাকা মূল্যের জায়গা দখল করে রেখেছিল। সেখানে তিনি বেশ কিছু স্থাপনা তৈরি করে ভাড়াও দিয়েছেন। আমরা অভিযান পরিচালনা করে পুরো জায়গাটা উদ্ধার করেছি। যারা ঐ জায়গায় ভাড়া নিয়ে দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে তাদেরকে ১০ দিনের সময় দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে সব স্থাপনা সরিয়ে নিবে এরপর পুরো জায়গাটা আমরা সড়ক ও জনপথ বিভাগকে বুঝিয়ে দেবো।
অভিযানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম, ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, ইউপি সদস্য আবদুর শুক্কুরসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাবৃন্দ।