সওজের কোটি টাকার জমি উদ্ধার, উচ্ছেদ হল অবৈধ মার্কেট

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া

চকরিয়া প্রতিনিধি | শুক্রবার , ১১ জুলাই, ২০২৫ at ১১:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গা দখলে নিয়ে তৈরি করা একটি অবৈধ মার্কেট অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই উচ্ছেদ অভিযানের পর উদ্ধার করা হয়েছে প্রায় কোটি টাকা মূল্যের ভূসম্পত্তি। গতকাল বৃহস্পতিবার দুপুরে সওজের কর্মকর্তারা উপজেলার নলবিলা খাদ্য গুদাম সংলগ্ন মহাসড়কের পাশে এ উচ্ছেদ অভিযান চালায়।

চকরিয়া সড়ক উপবিভাগের উপসহকারী প্রকৌশলী (এসও) কুতুব উদ্দিন তালুকদার বলেন, সামপ্রতিক সময়ে মোহাম্মদ রফিক নামের এক ব্যক্তির নেতৃত্বে দখলবাজ চক্র মহাসড়কের পাশে চকরিয়া উপজেলার নলবিলা খাদ্য গুদাম সংলগ্ন সড়ক বিভাগের জায়গা দখলে নিয়ে সেখানে অবৈধভাবে স্থাপনা (ব্যবসা প্রতিষ্ঠান) তৈরি করে। বিষয়টি জানতে পেরে ইতোমধ্যে সেখানে গিয়ে সড়ক বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ না করতে সংশ্লিষ্টদের নিষেধ করি। সেই নিষেধ অমান্য করে কাজ চালিয়ে যায় দখলবাজরা। এই অবস্থায় বিষয়টি কক্সবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে জানাই। কক্সবাজার সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী বলেন, চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের পাশে সড়ক বিভাগের জায়গায় অবৈধভাবে নির্মিত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধক্ষতি পোষাতে আজ ও কাল খোলা থাকছে কাস্টম হাউস
পরবর্তী নিবন্ধবান্দরবানে বালু উত্তোলনের দায়ে ২ জনের দণ্ড