সংস্কারে ঐকমত্য শেষে অতি দ্রুত নির্বাচনের আশা বিএনপির

আগে জাতীয়, পরে স্থানীয় সরকার নির্বাচন : ফখরুল

| রবিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৪৭ পূর্বাহ্ণ

সংস্কার বিষয়ে ঐকমত্য তৈরি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন হবেএমন প্রত্যাশার কথা আবারও তুলে ধরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর তিন ঘণ্টার বেশি সময়ের যৌথ সভা শেষে সাংবাদিকদের সামনে কথা বলছিলেন তিনি।

বৈঠক থেকে বেরিয়ে মির্জা ফখরুল বলেন, ঐকমত্য কমিশনের প্রথম সভায় প্রধান উপদেষ্টা সংস্কার কমিশনগুলো প্রতিবেদনগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিটির সঙ্গে আলাপআলোচনা করার কথা বলেছেন। এরপর একটা ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা হবে। সেটাই আজকের বৈঠকের মূল কথা। তিনি বলেন, আমরা (বিএনপি) আশা করি যে, খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐকমত্য তৈরি হবে এবং সেটা ওপরে ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা। খবর বিডিনিউজের।

জাতীয় নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচনএ বিষয়ক প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, আমরা পরিষ্কার বলেছি যে, জাতীয় সংসদ নির্বাচন সবার আগে হতে হবে। তারপরে স্থানীয় সরকার নির্বাচন হবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকে শুধুমাত্র প্রাথমিক আলোচনা হয়েছে। বলতে পারেন আলোচনাটা ছিল পরিচিতিমূলক। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলেছেন সেটা ছিল তাদের নিজস্ব মতামত। একেবারে পজেটিভ কনস্ট্রাকটিভ কোনো আলোচনা আজকে হয়নি, কারণ সুযোগও ছিল না। আজকে পরিচিতির একটা ব্যাপার ছিল আরকি। বিকাল ৩টায় বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনের ঐকমত্য কমিশনের এ বৈঠক হয়, চলে সাড়ে ৬টা পর্যন্ত। এতে বিএনপি, জামায়াতসহ ২৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে বিএনপি মহাসচিব ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে দেন। তার সঙ্গে ছিলেন জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধকমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের পর নির্বাচন চায় জামায়াত
পরবর্তী নিবন্ধঐকমত্য প্রচেষ্টায় কোনোরকম দ্বিধার সুযোগ নাই : আলী রীয়াজ