সংসার সমুদ্র গভীর, অশান্ত
ভয়াবহ ঢেউয়েরা উত্থাল
উৎপীড়ন গ্রাসের মহারাহু
ঠাঁই অস্তিত্বে, বিচূর্ণ বেসামাল।
রক্ষা করো, রক্ষাকারী সাঁই —
দুঃসময় সংকট ওঁৎপাতে চরাচরে
করুণা ছায়ার ঘরখানি তোল
উপল খণ্ডাঘাতে দারিদ্র ছোবল পরে ;
ধৈর্যের পাথেয় বেড়ীবাঁধ বিনির্মাণে
চারিধারে সুদৃঢ় শক্ত প্রাচীর
দুঃখ কষ্ট অপমান– অপবাদের চুলছেঁড়া গ্লানি
ওপারে য্যানো না করে অধীর!
ধৈর্যশীল প্রভু মহামহিম–মানব মনুষ্যত্বে
মনোবল ও শক্তি প্রদানে
ভাসমান এ জীবনের শেষ নোঙ্গর করো
ওই নীড়ের ঠিকানা পানে,
স্রষ্টার ভালোবাসা ক্ষমা– কল্যাণে
বিশ্বাস ভরসা আত্মার স্বস্তি
দুর্বার জীবন প্রবাহে শত্রুর শত্রুতা, অশুভ অদৃষ্ট
রহমতের সিঞ্চিত প্রেমে কী নিদারুণ বিপত্তি!