সংসদেও জনস্রোত, লেকে গোসল, ছাদে উঠে উল্লাস

| মঙ্গলবার , ৬ আগস্ট, ২০২৪ at ৬:৫৭ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ছাড়ার খবরে উল্লসিত জনতা গণভবন ছাড়াও ঢুকে পড়েছেন সংসদ ভবনে। পতাকা হাতে ভবনের ছাদে উঠে পড়েছেন অনেকে, সংসদ অধিবেশন কক্ষে এমপিদের আসনে বসে উল্লাস করছেন, কেউ গোসলে নেমে পড়েছেন সংসদের লেকে।

গণআন্দোলনে সাড়ে ১৫ বছর বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার গতকাল সোমবার দুপুরে দেশ ছাড়ার খবরে মিছিল আর স্লোগানে স্লোগানে হুড়মুড় করে সংসদ ভবনে ঢুকে পড়ে মানুষ। সংসদ ভবনের বিভিন্ন কক্ষে প্রবেশ করেন তারা। চেয়ার বসে ছবি তোলেন। কেউ নাচানাচি আর হৈ হুল্লোড় করছিলেন। খবর বিডিনিউজের।

এর আগে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনেও প্রবেশ করে হাজারো মানুষ। সেখান থেকে নামিদামি জিনিসপত্র, টেলিভিশন, ফুলের টব, হাঁস, বালতি, মাছ, মাংস নিয়েও বের হতেও দেখা গেছে অনেককে। কেউ কেউ নিয়েছেন শাড়ি, বালিশ, কাঁথা। ফ্রিজ থেকে মাছ নিয়েও আসেন অনেকে। চেয়ার, টেবিল হাড়ি পাতিল, কোনো কিছুই বাকি রাখেনি তারা। এমনকি প্লাস্টিকের চেয়ার হাতে নিয়েও বের হতে দেখা যায়। টেলিভিশন, ফ্রিজ, ফ্যান, ছাগল, খরগোশ, হাঁস, মুরগি, সবজি বাগান থেকে শাক সবজিও তুলে নেয় মানুষ। লাগেজ, ডিভান, ওভেন, গাছ, ঘড়িসহ বিভিন্ন আসবাবপত্র নিতে দেখা গেছে।

শেখ হাসিনা সরকারের পতনের খবরে গোটা রাজধানীতেই বাসা ছেড়ে রাস্তায় নেমে এসেছে মানুষ। এলোমেলো ঘোরাফেরা করছেন, অনেকে পতাকা উড়িয়ে মিছিল করছেন, ছবি তুলছেন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ৩৬ দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হওয়ার পর দেশজুড়ে সংঘাত আর ৩ শতাধিক মানুষের মৃত্যুর মধ্যে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হলো।

পূর্ববর্তী নিবন্ধগণভবনে জনতা, নিয়ে গেল মাছ-হাঁসও
পরবর্তী নিবন্ধলুট-হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ