পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। গতকাল বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্র্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের অষ্টম সভায় এ খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মন্ত্রিপরিষদ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মহানগরবাসীর নিরাপদ পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার যথাযথ পরিচালন ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে ওয়াসা (ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ওয়াসার কার্যক্রম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এবং এ আইনের আওতায় প্রণীত বিভিন্ন বিধিমালায় পরিচালিত হয়ে থাকে। খবর বাংলানিউজের।
বর্তমান প্রেক্ষাপটে ওয়াসার অধিক্ষেত্রে সঠিকভাবে নাগরিক সেবা নিশ্চিতকরণ ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখার লক্ষ্যে জনস্বার্থে আইনে কতিপয় সংশোধন আনয়ন প্রয়োজন। এ পরিপ্রেক্ষিতে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর খসড়া প্রণয়ন করা হয়। প্রস্তাবিত সংশোধিত অধ্যাদেশে তিনটি ধারা এবং একটি উপ–ধারা সন্নিবেশ করা হয়েছে।
অত্যাবশ্যক বিবেচনায় জনস্বার্থে সরকার যেকোনো ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে অপসারণ ও নিয়োগ করতে পারবে (ধারা ২৮ক)। অত্যাবশ্যক বিবেচনায় জনস্বার্থে সরকার যেকোনো ওয়াসার কর্মকর্তা–কর্মচারীকে অপসারণ ও নিয়োগ করতে পারবে (ধারা ৩০ক)। অত্যাবশ্যক বিবেচনায় জনস্বার্থে সরকার যেকোনো ওয়াসা বোর্ড বাতিল করতে পারবে (ধারা–৪২ক)।
উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অধ্যাদেশ আইন ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে।