সংযোগ

তানিয়া আবেদিন | বৃহস্পতিবার , ১৬ মার্চ, ২০২৩ at ৫:৪৪ পূর্বাহ্ণ

একটা হৃদপিণ্ড থেকে আরেকটা হৃদপিণ্ডে

সংযোগ প্রয়োজন

তারবিহীন কিংবা তারযোগে যে কোনো

একটা সংযোগ হলেই চলবে।

মিস করলেই অপর প্রান্ত যেন পায় সিগন্যাল,

অথবা স্মরণ করা মাত্রই বেজে ওঠে বেল

প্রচণ্ড মন খারাপে পায় যেন সংকেত।

সকল প্রকার লাইন চার্জ, ভ্যাট দিতে প্রস্তুত

তবে চাই নিরবিচ্ছিন্ন সংযোগ।

ভালোবাসি বলার আগেই যেন

বিপ বিপ শব্দে চলে যায় জানান বার্তা।

এমন একটা সংযোগ চাই

দূরত্ব যেখানে কখনো হবে না বাধা,

থাকবে না ভাব প্রকাশের কোনো হেপা

মনে কথা জাগার সাথে সাথেই সিগন্যাল

যাবে পৌঁছে

তারবিহীন কিংবা তারযোগে

যে কোনো একটা সংযোগ হলেই চলবে।