পাকিস্তান সফরের প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি–টোয়েন্টি ম্যাচ খেরছে বাংলাদেশ দল। গত শনিবার প্রথম ম্যাচটিতে স্বাগতিকদের ২৭ রানে হারিয়েছে বাংলাদেশ। শক্তির বিচারে আরব আমিরাত পিছিয়ে থাকলেও প্রথম ম্যাচে বেশ ভালই ধাক্কা দিয়েছে লিটন দাশের দলকে। আজ সিরিজের দ্বিতয়ি ম্যাচ। এই ম্যাচটি জিতলে সিরিজ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। তবে এরই মধ্যে গতকাল আরেকটি ম্যাচ খেলার জণ্য এমিরেটস ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর সেটি যদি হয় তাহলে সিরিজ হবে তিন ম্যাচের। আর নিশ্চয়ই তিন ম্যাচেই জিততে চাইবে বাংলাদেশ দল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে জিতলেও দলের ব্যাটিং নিয়ে খুশি হতে পারছেননা লিটন দাশ। ১৯১ রানের ইনিংস গড়লেও সেখানে পারভেজ হোসেন ইমনের অবদান ১০০। আর বাকি আট জনের অবদান ৯১ রান। যেখানে দ্বিতীয় সর্বো”চ ইনিংস ২০ রানের। যা এসেছে তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে। দুই অংকে যাওয়া বাকি তিনটি ইনিংস যথাক্রমে তানজিদ তামিম ১০, লিটন দাশ ১১ এবং জাকের আলি ১৩। তবে বোলাররা সবাই ভাল করেছেন। যারফলে জয় দিয়ে সিরিজ শুরু করতে পেরেছে বাংলাদেশ দল। সংযুক্ত আরব আমিরাত মুলত টি–টোয়েন্টি ক্রিকেটই খেলে থাকে। যে কারনে তারা এই ফরম্যাটে বেশ দক্ষ। তাই প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়া আরব আমিরাত নিশ্চয়ই আজ ফিরতে চাইবে সিরিজে। আর সে জণ্য তাদের যে ম্যাচটি জিততে হবে সেটা বেশ ভালই জানা স্বাগতিকদের। তবে বাংলাদেশ প্রথম ম্যাচের ভুল ত্রুটি গুলো শুধরে আজ নতুন করেই শুরু করতে চাইবে। প্রথম ম্যাচে তানজিদ তামিম, লিটন দাশ, শেখ মেহেদী হাসান, শামীম হোসেনরা ব্যাট হাতে ভাল করতে পারেনি। তবে বল হাতে দারুণ করেছে বোলাররা। পেসার হাসান মাহমুদ ৩৩ রানে নিয়েছেন ৩ উইকেট। শেখ মেহেদী হাসান ২ উইটে নিরেও ৪ ওভারে রান দিয়েছেন ৫৫। তবে মোস্তাফিজ ১৭ রানে নিয়েছেন ২ উইকেট। আরেক পেসার তানজিম সাকিব ২ উইকেট নিয়েছেন ২২ রানে। মেহেদী হাসানের পর আরেক স্পিনার তানভীর ইসলাম নিয়েছেন এক উইকেট। তবে আজকের ম্যাচে লিটনের ভাবনায় ব্যাটিং। কারপন এরপর যে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে হবে। তাই ব্যাটারদের উন্নতির তাগিদ দিলেন অধিনায়ক লিটন কুমার দাশ। প্রথম ম্যাচে দুইশ রান করার বেশ ভাল একটি সম্ভাবনা ছিল। কিন্তু শেষ তিন ওভারে প্রত্যাশিত রান করতে পারেনি বাংলাদেশ। তাই আজকের ম্যাচে ব্যাটারদের কাছ থেকে আরো দায়িত্বশীলতা আশা করছেন টাইগার অধিনায়ক লিটন দাশ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।