বিভাগীয় পর্যায়ে নির্বাচিত পাঁচজন জয়ীতাকে পাঁচ ক্যাটাগরিতে সংবর্ধনা দেওয়া হয়েছে। ‘জয়িতা অন্বষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় তাদের এ সংবর্ধনা দেয়া হয়। গতকাল রোববার বিকেলে চট্টগ্রামের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। যাদের সংবর্ধনা দেয়া হয়েছে তারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী কুমিল্লার নাছিমা আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে বান্দরবান পার্বত্য জেলার সাইং সাইং উ, সফল জননী ক্যাটাগরিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার খোশনাহার বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরিতে নোয়াখালী জেলার নুরজাহান বেগম রিনি ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য রাঙ্গামাটি পার্বত্য জেলার নিরোদা বালা চাকমা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মিজানুর রহমান। সভাপতির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন।