মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের মধ্যেও চোরাই পথে বাংলাদেশে আসছে ইয়াবা। এই অবস্থায়ও বসে নেই মাদক চোরাকারবারী চক্র। টেকনাফ সাবরাং সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এর সঙ্গে জড়িত কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের খবর পেয়ে আলুগোলা এলাকায় নাজিরপাড়া বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল কৌশলগত অবস্থান নেয়। টহলদল এক ব্যক্তিকে ব্যাগ হাতে নিয়ে নাফনদী পার হয়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ১.২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেড়ীবাঁধ অতিক্রম করে আলুগোলা এলাকার দিকে আসতে দেখে। ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাকে চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে হাতে থাকা ব্যাগটি ফেলে দৌড়ে পালিয়ে যায় ওই ব্যক্তি। পরে টহলদল তার ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ বোতল বিদেশি মদ জব্দ করতে সক্ষম হয়। এছাড়া মঙ্গলবার ভোররাতে আশেকানিয়া নামক এলাকায় ১টি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ১ লাখ ইয়াবা ট্যাবলেট (মালিকবিহীন অবস্থায়) উদ্ধার করতে সক্ষম হয়।