সংগীতশিল্পী হায়দার হোসেন হাসপাতালে

| বুধবার , ৮ জুন, ২০২২ at ১১:০৭ পূর্বাহ্ণ

সংগীতশিল্পী হায়দার হোসেন হাসপাতালে ভর্তি আছেন। ডায়াবেটিসজনিত জটিলতা নিয়ে গতকাল মঙ্গলবার সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে গায়কের স্ত্রী নুসরাত জাহান জানান। কয়েক বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন ৫৮ বছর বয়সী হায়দার হোসেন। খবর বিডিনিউজের।

নুসরাত জানান, সকালে দিকে অসুস্থতাবোধ করলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। ‘আমি ফাইসা গেছি’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানের শিল্পী একাধারে গীতিকার, সুরকার, গিটারবাদক ও কী-বোর্ড বাদক। গত কয়েক বছর ধরে গানে অনিয়মিত হয়ে পড়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধমুঠোফোনে আন্তর্জাতিক মানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানানো সম্ভব
পরবর্তী নিবন্ধরাহিদা লগ্নার নতুন গান ‘জল’