চট্টগ্রাম ৮–উপ নির্বাচনে ইসলামিক ফ্রন্ট প্রার্থী অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেন, এলাকার সংখ্যালঘুদের সার্বিক নিরাপত্তা বিধান, নির্বিঘ্নে ধর্ম চর্চার অবারিত সুযোগ প্রদান এবং এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠানসহ সংখ্যালঘুদের কল্যাণে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়াও প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে ১টি করে মসজিদকে ইসলামিক ফাউন্ডেশনের আওতায় এনে পরিচালনার ব্যবস্থা নেয়া হবে। গতকাল বুধবার তিনি চান্দগাঁওয়ের কাপ্তাই রাস্তার মাথা, বাহির সিগন্যাল বারীয়া দরবার শরীফ, সিন্ডবি শাপলা ক্লাব, পাঠানিয়া গোদা, পুরাতন চান্দগাঁও, বহদ্দারহাট, খাজা রোড, বহদ্দারহাট ফরিদের পাড়া, চান্দগাঁও আবাসিক এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন–অধ্যক্ষ আল্লামা জাকের আহমদ সিদ্দিকী, অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ, নূরুল আবছার তালুকদার, মাওলানা রিয়াজ উদ্দিন বদরী, হাফেজ আবদুস সামাদ, আবু জাফর, মাওলানা মোহাম্মদ রফিক, কামরুল হাসান শাকিল, শহীদুল ইসলাম, মুহাম্মদ কাউছার, জিল্লুর রহমান, ফসিউল্লাহ আতায়ী, মুহাম্মদ তারেক, মুহাম্মদ সাকিবুল ইসলাম জিসান, আবদুল জলিল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












