সংকট দেখিয়ে সয়াবিন তেল মজুদ

তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:০৯ পূর্বাহ্ণ

নগরীর রিয়াজুদ্দিন বাজার এবং মোমিন রোড এলাকার তিন প্রতিষ্ঠানকে নানা অনিয়মের দায়ে ৬৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী পরিচালক রানা দেবনাথ ও মাহমুদা আক্তার। অভিযানে রিয়াজউদ্দিন বাজারের সিদ্দিক আহমেদ চৌধুরীর স্টোরে ক্রেতার কাছে সয়াবিন তেল বিক্রয় না করে ভোজ্য তেলের সংকট দেখিয়ে গুদামে তেল মজুদ করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া হাজী জালাল স্টোরে নকল চেরি ফল, নকল ডানো ও দুধ বিক্রি করা এবং অনঅনুমোদিত পণ্য বিক্রি করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে মোমিন রোড এলাকার মেসার্স শরীফ স্টোরে ক্রেতার কাছে বিক্রয় না করে ভোজ্য তেলের সংকট দেখিয়ে গুদামে তেল মজুদ করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবর্তমান স্বামীর হামলায় সাবেক স্বামী নিহত
পরবর্তী নিবন্ধহত্যা, ধর্ষণের বিচার দাবিতে গণঅনশন কর্মসূচি