ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে সজাগ থাকতে হবে

মোহরায় আ.লীগের আলোচনা সভায় বক্তারা

| বুধবার , ১৪ ডিসেম্বর, ২০২২ at ১০:৩৮ পূর্বাহ্ণ

মোহরা ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে গতকাল আবদুল লতিফ খান উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু তাহের বলেছেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে দেশ উপহার পেয়েছি তা আজ বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। বিশ্বের বুকে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে সজাগ থাকতে হবে ।

উদ্বোধক ছিলেন মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক জোবাইরা নার্গিস খান। তিনি বলেন, ৭১ সালে ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জন আমাদের জন্য সম্ভাবনার এক নতুন দিগন্ত উন্মোচন করে দিয়েছে। বাঙালি পেয়েছে একটি স্বাধীন রাষ্ট্র। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ দারিদ্র্য বিমোচন, শিক্ষার প্রসার, নারী উন্নয়ন, শিশু ও মাতৃমৃত্যুর হার কমানোসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।

এছাড়া বক্তব্য রাখেন ইমতিয়াজ উদ্দিন চৌধুরী, আবুল কালাম, মেসবাহ উদ্দিন লিটন, নঈম উদ্দিন খান, আশেক রসুল খান বাবু, শফিকুর রহমান সৌরভ, মো. জাহেদ, শহীদ সরোয়ার হিরু, কফিল উদ্দিন, শহিদুল ইসলাম (দুলাল), নাছির উদ্দিন, আমিনুল ইসলাম, নুর হোসেন, সমিরন মল্লিক, আবুল কালাম, মো. সোহেল, জাহাঙ্গীর হোসেন, আরিফুর রহমান সোহেল, নুরুল আব্বাস, ইকবাল হোসেন, নুরুল আকতার, মোরর্শেদ, সাদ্দাম, মো. রফিক, আবু তাহের, সঞ্জীব ভট্টাচার্য বাবু, সাইদুল ইসলাম সজিব, আবু ইসহাক মুন্না, ইমরান হোসেন জনি, আরাফাত হোসেন চৌধুরী, ফরহাদ খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্রাজিলে পুলিশ সদরদপ্তর দখলে নেওয়ার চেষ্টা বোলসোনারো সমর্থকদের
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহীর মৃত্যু