‘ষড়যন্ত্রের প্রমাণ’ আছে বলার পর ইমরান খানের ফোন চুরি

| বুধবার , ১৮ মে, ২০২২ at ৮:২২ পূর্বাহ্ণ

 

শিয়ালকোটে তেহরিকইনসাফ পাকিস্তানের একটি সমাবেশ থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মোবাইল ফোন চুরি হয়েছে বলে দাবি করেছেন তার সাবেক বিশেষ সহকারী শাহবাজ গিল। পিটিআই নেতা শাহবাজ গিলের একটি টুইটের বরাত দিয়ে পাকিস্তানের জিও টেলিভিশন জানায়, জনসভায় ইমরান খান একটি ‘ভিডিও’ প্রকাশের হুমকি দেন, যেখানে তাকে ক্ষমতা থেকে উৎখাতের ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনের পর্যাপ্ত তথ্য রয়েছে বলে তিনি দাবি করেন। খবর বিডিনিউজের।

শাহবাজের ভাষ্যে, ইমরান দাবি করেছিলেন, তাকে হত্যার ষড়যন্ত্রের কথা তিনি জানতেন। এর প্রমাণ রয়েছে ওই ভিডিওতে। তার কিছু হলে ভিডিওটি প্রকাশ করার ব্যবস্থাও করে রেখেছেন। ওই বক্তব্যের পর তার ফোনটি চুরি যায়। সরকার সাবেক প্রধানমন্ত্রী ইমরানের নিরাপত্তা প্রহরা ‘কমিয়ে দেওয়ায়’ চুরির ওই ঘটনা ঘটতে পেরেছে বলে তার দলের নেতা শাহবাজের অভিযোগ।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২৭.৯৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধতিন দশক পর ফ্রান্স পেল নারী প্রধানমন্ত্রী