ষোলশহর বিপ্লব উদ্যান রক্ষার দাবি

| শনিবার , ২ ডিসেম্বর, ২০২৩ at ১০:৪৮ পূর্বাহ্ণ

গণ অধিকার চর্চা কেন্দ্রের উদ্যোগে বিপ্লব উদ্যান উন্মুক্ত ও রক্ষার দাবিতে এক প্রতিবাদ সভা চকবাজার অস্থায়ী কার্যালয়ে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম কুসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডা.মাহফুজুর রহমান। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডা. শাহ আলম ভুইয়া, গণ অধিকার চর্চা কেন্দ্রের সদস্য সচিব মশিউর রহমান খান, বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সিঞ্চন ভৌমিক, প্রজন্ম চট্টগ্রামের নির্বাহী চৌধুরী জসিমুল হক, ক্যাবের চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক মো. জানে আলম, আওয়ামী লীগ নেতা আবুল বাসার হেলাল, কাজী রাজেস ইমরান, জয়নুদ্দীন জয়, মো. রায়হান, মো. আইনুল আলম ডিউক, সাহিদ ইমরান সিশু, ছাত্র প্রতিনিধি এম কাইছার উদ্দীন প্রমুখ। বক্তারা অবিলম্বে বিপ্লব উদ্যানের সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদ করার দাবি করেন এবং নতুন করে স্থাপনা নির্মাণের পরিকল্পনা বাতিল করার দাবি জানান।

পূর্ববর্তী নিবন্ধবিষপানে মাদরাসা ছাত্রীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় রাতের আঁধারে ধানের গাদায় আগুন, কৃষকের স্বপ্ন পুড়ে ছাই