ষোলশহর ও চৌমুহনীর কর্ণফুলী মার্কেটে অভিযান

মূল্য তালিকা না থাকায় জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৫ মার্চ, ২০২৫ at ১১:২৩ পূর্বাহ্ণ

নগরীর ২ নং গেটের কর্ণফুলী মার্কেট ও চৌমুহনী কর্ণফুলী মার্কেটের ৯টি প্রতিষ্ঠানকে সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। মূল্য তালিকা না থাকা ও পণ্যের অতিরিক্ত মূল্য নেয়াসহ বিভিন্ন অপরাধে ৯ মামলায় এ জরিমানা করা হয়। গতকাল বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা, সাদমান সহিদ, সুব্রত হালদার ও তানভীর হাসান তুরান পৃথক দুটি বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানের সময় পণ্যের মজুদসহ বাজার স্থিতিশীল রাখার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

ষোলশহরের ২ নং গেট কর্ণফুলী মার্কেটে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা, সাদমান সহিদ, সুব্রত হালদার। সাইফুল ইসলাম ভূঞা বলেন, আমাদের অভিযানে ৭টি ফল ও মাছের দোকানে পণ্যের হালনাগাদকৃত মূল্য তালিকা না থাকার অভিযোগে কৃষি বিপণন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৭টি মামলায় মোট সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করেছি।

চৌমুহনী কর্ণফুলী মার্কেটে অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান তুরান বলেন, অভিযানের সময় বিভিন্ন মুদি দোকান, তেলের দোকান, দৈনন্দিন কাঁচা বাজার, ফলের দোকান, মুরগি ও গরুর মাংসের দোকানে মূল্য তালিকা না থাকা, পণ্যের অতিরিক্ত মূল্য নেয়া এবং পণ্যে মোড়ক সঠিকভাবে ব্যবহার না করার বিষয়টি প্রত্যক্ষ করেছি। একপর্যায়ে দুটি প্রতিষ্ঠানকে ২টি মামলায় সাত হাজার টাকা জরিমানা করেছি। পাশাপাশি তাদের সতর্কও করেছি। তিনি বলেন, বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধআগামী নির্বাচনে জনগণ সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্বকে বাছাই করবে
পরবর্তী নিবন্ধমেরিন একাডেমি স্কুল এন্ড কলেজে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল