হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
তিনিই দেখেছেন স্বপন,
কোটি বাঙালির হৃদয়ে করেছেন
স্বাধিকার বীজ বপন।
তিনিই ছিলেন সোনার বাংলার
স্বপ্ন দ্রষ্টা রূপকার,
এমন নেতা আসেনি কখনো
আসিবে কি আর?
পরাজিত শক্তি হানাদার দোসর
নপুংসক বেজন্মার দল,
পনেরই আগষ্ট বত্রিশ নম্বরে
নামালো রক্তের ঢল!
পৈশাচিক উল্লাসে ওরা
স্তব্ধ করে দিল সেই বজ্রকন্ঠ,
ডুবে গেল হায় বাঙালি জাতি
কলঙ্ক ভারে আকণ্ঠ !
ইনডেমনিটি আইন পাশ করা হল
চলল না না চক্রান্ত,
বাঙালি জাতি, হতাশা ক্ষোভে
ক‘টা বছর করে গেল অতিক্রান্ত।
ইতিহাস ওদের করেনি ক্ষমা
নিক্ষেপ করেছে আস্তাকুঁড়ে ,
তবুও কষ্ট, জনক হারানোর
রয়ে গেল বাঙালির হৃদয় জুড়ে।