শ্রতি অঙ্গন বাংলাদেশের দশম বার্ষিক শাস্ত্রীয়সংগীত সম্মেলন গত ১১ মার্চ নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উদ্বোধক ছিলেন, প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী। শান্তনু মিত্র ও মৌপিয়া বিশ্বাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, লিটন দাশ। সভাপতির বক্তব্যে চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে বলেন, উদ্দেশ্য মহৎ হলে কোনো বাধাই বাধা নয়, ইচ্ছেগুলো যদি পবিত্র হয় স্বপ্নগুলো পূরণ হবেই। তিনি সংগঠনের বিভিন্ন কর্মকান্ডে অবদানের জন্য অতিমারিতে হারানো সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লায়ন প্রফুল্ল রঞ্জন সিংহ, ডা. সন্দীপন দাশ ও প্রফেসর ড. জীবন চন্দ্র পালকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁদের আত্মার শান্তি কামনা করেন। ২য় পর্বে উচ্চাঙ্গ সঙ্গীতানুষ্ঠানের শুরুতে অতিথিদের নিয়ে মঙ্গলপ্রদীপ প্রজ্জলনের মাধ্যমে খেয়াল পরিবেশন করেন ৮০জন শিক্ষার্থী। রাগ যোগ ভূপালী, চন্দ্রকোষ বাংলাখেয়াল পরিবেশন করেন লিটন দাশ, তবলায় তিষাণ ঘোষ, হারমোনিয়ামে: সৈকত দত্ত, তানপুরায় সাথী সিংহ। এরপর ত্রিতালে তবলা লহড়া পরিবেশন করেন প্রিতম আচার্য্য ও জয়ন্ত দেব, নাগমায় প্রত্যয় বড়ুয়া। রাগ মালকোষ পরিবেশন করেন সৈকত দত্ত, তবলায় সানি দে, তানপুরায় অর্পিতা শীল এরপর রাজশাহীর শিল্পী ড. অসিত রায় বিলম্বিত একতালে ও ত্রিতালে বাংলাখেয়াল রাগ পুরিয়া ধানেশ্রী পরিবেশন করেন। তবলায় তিষাণ ঘোষ, হারমোনিয়ামে লিটন দাশ। শেষে ক্লাসিক্যাল গিটার পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন দোলন কানুনগো, তবলায় রতন কুমার দত্ত। প্রেস বিজ্ঞপ্তি।