এশিয়া কাপের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। শ্রীলংকার কাছে হেরে এশিয়া কাপ শুরু করতে হলো সাকিবদের। নিজেদের প্রথম ম্যাচে ব্যাটে বলে মোটেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ফলে অপ্রত্যাশিতভাবে হারতে হয়েছে লংকানদের কাছে। সে হারের ক্ষত না শুকাতেই কাল আবার মাঠে নামতে হবে টাইগারদের। আর সে ম্যাচটি হবে পাকিস্তানে। প্রতিপক্ষ আফগানিস্তান। অর্থাৎ তিনদিনের ব্যবধানে দুই দেশে দুই ম্যাচ। বাংলাদেশ দলের জন্য এবারের এশিয়া কাপটা বেশ ঝক্কির । কিন্তু সূচি যেভাবে হয়েছে, তাতে কিছু করারও নেই। গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষ করে গতকাল শুক্রবার পাকিস্তানের উদ্দেশে রওয়ানা দেয় টিম বাংলাদেশ। বিকেল ৪টার চার্টার্ড ফ্লাইটে কলম্বো থেকে লাহোরের রওয়ানা হন সাকিবরা। এর আড়ে ক্যান্ডি থেকে বাসে করে কলম্বো পৌঁছায় টাইগাররা। সেখান থেকে পাকিস্তানের লাহোরের উদ্দেশে বিমানযাত্রা। রাতেই লাহোরে পৌঁছে গেছে বাংলাদেশ দল।
আগামীকাল ৩ সেপ্টেম্বর গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচটি জিততেই হবে টাইগারদের । প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হারের পর এখন আর দ্বিতীয় কোন পথ খোলা নেই সাকিবদের। এই ম্যাচে আফগানদের শুধু হারালেই হবে না, নজর রাখতে হবে রানরেটের দিকেও। কারণ আফগানদের আরো একটি ম্যাচ বাকি থাকবে। সে ম্যাচে আফগানরা মুখোমুখি হবে শ্রীলংকার। আফগানিস্তান আর শ্রীলঙ্কার ম্যাচটি হবে আগামী ৫ সেপ্টেম্বর। সে ম্যাচে আফগানরা জিতে গেলে একটি জয় নিয়েও রানরেটে এগিয়ে থাকার দরকার পড়বে টাইগারদের। এদিকে গতরাতে লাহোরে পৌঁছা বাংলাদেশ দল আজ হালকা অনুশীলন করবে। যদিও যেহেতু ম্যাচের আগের দিন তাই হয়তো কঠোর অনুশীলন হবেনা। আফগানদের বিপক্ষে বাঁচা–মরার ম্যাচটি জিতে নিজেদের সুপার ফোর পর্বের পথে রাখতে চায় বাংলাদেশ দল। আর সে লক্ষ্যে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ দল। এদিকে আফগানরা আগামীকাল এবারের এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলতে নামবে।