স্বাধীনতার পর নিজেদের ইতিহাসে সবচেয়ে নাজুক অর্থনৈতিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলংকা। এমন একটি সময়ে দেশটিতে সফর করা নৈতিকভাবে ঠিক হবে কিনা, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা টড গ্রিনবার্গ আশাবাদী পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবে সফরটি। আগামী জুন-জুলাইয়ে সাত সপ্তাহের জন্য শ্রীলংকা সফর করার কথা অস্ট্রেলিয়ার। সফরে দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডেতে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা। তিন সংস্করণের জন্য এরই মধ্যে আলাদা স্কোয়াডও ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
তবে শ্রীলংকার সামপ্রতিক পরিস্থিতি শঙ্কায় ফেলেছে সফরটিকে। ১৯৪৮ সালে স্বাধীন হওয়ার পর থেকে ২ কোটি ২০ লাখ জনসংখ্যার দ্বীপদেশটি সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছে। বিদেশি মুদ্রার ঘাটতির কারণে অতিপ্রয়োজনীয় জ্বালানি ও ওষুধসহ দেশটির আমদানি মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। কোভিডের কারণে দেশটির লাভজনক পর্যটন শিল্প মুখ থুবড়ে পড়ার পাশাপাশি প্রবাসীদের পাঠানো অতি গুরুত্বপূর্ণ রেমিটেন্সেও ভাটা পড়ে।