শ্রীলংকায় এশিয়া কাপ আয়োজনে অনিশ্চয়তা

| রবিবার , ১৭ এপ্রিল, ২০২২ at ১০:৪৪ পূর্বাহ্ণ

শ্রীলংকায় আগামী ২৭ আগস্ট এশিয়া কাপের এবারের আসর বসার কথা রয়েছে। তবে তার আগে দেশটির অর্থনৈতিক বিপর্যয়ের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে এবারের এশিয়া কাপ। দেশটিতে আর্থিক সঙ্কট, রাজনৈতিক টানাপড়েন এবং দেশবাসীর বাড়তে থাকা ক্ষোভ ও অসন্তোষের মাঝে এবারের আসর আয়োজন সম্ভব হবে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। এদিকে বিসিসিআই’র সচিব জয় শাহ জানিয়েছেন, এবারের এশিয়া কাপ শ্রীলংকায় অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আইপিএলের ফাইনালের দিন। জয় শাহ বলেন, ‘শ্রীলংকার পরিস্থিতি নিয়ে সে দেশের ক্রিকেট সংস্থার কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে। এখন পর্যন্ত লংকান ক্রিকেট বোর্ড সুরক্ষিতভাবে এশিয়া কাপ আয়োজনের বিষয়ে আশাবাদী। ২৯ মে আইপিএলের ফাইনালের দিন শ্রীলংকা ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা মুম্বাই আসবেন। সেদিন এশিয়া কাপ নিয়ে তাদের সঙ্গে আলোচনা হবে।’ বিরাজমান পরিস্থিতিতে শ্রীলংকায় এশিয়া কাপ আয়োজন করা যাবে কি না তা নিয়ে পর্যালোচনা করতে চাইছে বিসিসিআই। প্রয়োজনে বিকল্প আয়োজক দেশ নিয়েও আলোচনা হওয়ার কথা আছে। সুতরাং আপাতত ঝুলেই রইল এশিয়া কাপের ভাগ্য।

পূর্ববর্তী নিবন্ধশিবলী-নিপার ব্যতিক্রমী নাচ
পরবর্তী নিবন্ধরোনালদোর হ্যাটট্রিকে দারুণ জয় ম্যানইউ’র