শ্রীলংকার বিশ্বকাপ দলে নতুন মুখ ওয়েলালাগে

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১১ মে, ২০২৪ at ৭:১১ পূর্বাহ্ণ

নতুন মুখ হিসেবে স্পিন অলরাউন্ডার দুনিথ ওয়েলালাগেকে অন্তর্ভুক্ত করে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য আসন্ন টিটোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। দেশের হয়ে টেস্ট ও ওয়ানডে খেললেও, এখনও টিটোয়েন্টিতে খেলার সুযোগ হয়নি ওয়েলালাগে। দলে রাখা হয়েছে টপ অর্ডার ব্যাটার কামিন্দু মেন্ডিস ও পেসার নুয়ান থুসারাকে। গোঁড়ালির ইনজুরির কারণে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) না খেললেও টিটোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকাকে নেতৃত্ব দিবেন নিয়মিত অধিনায়ক হাসারাঙ্গা ডি সিলভা। বিশ্বকাপের আগে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ দিয়ে ইতোমধ্যে মাঠে ফিরেছেন তিনি। তবে দু’টি ম্যাচে ব্যাট করলেও, একটিতেও বোলিং করেননি হাসারাঙ্গা। বাঁহাতি স্পিনের পাশাপাশি লোয়ার অর্ডারেও ভালো বল করতে পারেন ওয়েলালাগে। ২০২২ সালে ওয়ানডে ও টেস্ট ম্যাচে অভিষেকের পর এ পর্যন্ত ২১টি ওয়ানডেতে ২৩টি ও ১টি টেস্ট খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তার সেরা সাফল্য গত এশিয়া কাপে সুপার ফোরে ভারতের বিপক্ষে ৪০ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। স্বীকৃত টিটোয়েন্টিতে ৩৬ ম্যাচ খেলে ৩২ উইকেট শিকার করেছেন ওয়েলালাগে। অভিজ্ঞদের মধ্যে বিশ্বকাপে শ্রীলংকা দলে সুযোগ হয়েছে দুই সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দাসুন শানাকার। সাথে আছেন টেস্ট দলের অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাও। গত মার্চে বাংলাদেশের বিপক্ষে খেলা সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন আবিষ্কা ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো, কুশল পেরেরা। বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে শ্রীলংকার প্রতিপক্ষ বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস। ৩ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ২০১৪ সালের চ্যাম্পিয়ন শ্রীলংকা।

শ্রীলংকার টিটোয়েন্টি বিশ্বকাপ দল ঃ হাসারাঙ্গা ডি সিলভা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহঅধিনায়ক), কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, মহেশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে, দুশমন্থ চামিরা, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, দিলশান মাদুশঙ্কা। রিজার্ভ তালিকা : আসিথা ফার্নান্দো, বিজয়াকান্ত বিয়াসকান্ত, ভানুকা রাজাপাকসা, জানিথ লিয়ানাগে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপের দলে জায়গা না হওয়ায় বিদায় বলে দিলেন কলিন মানরো
পরবর্তী নিবন্ধবিশ্বকাপে কোহলিকে ওপেন হিসেবে দেখতে চান গাঙ্গুলি