শেষ মুহূর্তে জমে উঠেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। ফাইনালের জন্য শক্তিশালী দাবিদার হয়ে উঠেছে অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই দৌড়ে শ্রীলংকাকে ধবলধোলাই করে প্রোটিয়ারা অবশ্য এগিয়েই আছে। গেবেখা টেস্টে ১০৯ রানের দাপুটে জয় পেয়েছে তারা। ১০ ম্যাচে ৬৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা এখন টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬০.৭১ শতাংশ। ৫৭.২৯ শতাংশ পয়েন্ট নিয়ে তিনে আছে ভারত। গেবেখায় ম্যাচের পঞ্চম দিনে জয়ের জন্য পাঁচ উইকেট প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার। কেশভ মহারাজের ঘূর্ণিতে শ্রীলংকা অবশ্য বেশিক্ষণ টিকতে পারেনি। ৩৪৮ রান তাড়ায় নেমে গুটিয়ে যায় ২৩৮ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন ধনঞ্জয়া ডি সিলভা। ক্যারিয়ারের ১১তম ফাইফারের দেখা পাওয়া মহারাজ ৭৬ রানে নেন ৫ উইকেট। এছাড়া কাগিসো রাবাদা ও ড্যান প্যাটারসনের শিকার দুটি করে উইকেট। প্রথম ইনিংসে পাঁচ উইকেটসহ মোট সাত উইকেট নেওয়ায় ম্যাচসেরা হয়েছেন প্যাটারসন। দুই ম্যাচে ৩২৭ রান করে সিরিজ–সেরা প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।