চীনে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে এবার গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ৫ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের ছেলেরা। চায়নায় অনুষ্ঠিত ম্যাচে লিড নিতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ২৪ মিনিট। আরিফের ক্রস থেকে ইকরামুল দারুণ হেডে গোল করে শুভ সূচনা করেন। পাঁচ মিনিটের ব্যবধানে মানিক ব্যবধান দ্বিগুন করেন অপুর থ্রু বল থেকে। দু’গোলে পিছিয়ে পড়ে এরপর ম্যাচে ফেরার চেষ্টা করতে থাকে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বিরতির আগে সে চেষ্টায় অবশ্য ব্যর্থ হয় তারা। বিরতি থেকে ফিরে রিফাত–ফয়সাল জুটির বোঝাপোড়ায় আসে বাংলাদেশের তৃতীয় গোল। তখন ম্যাচের সময় পেরিয়েছে ৬৪ মিনিট। ফরোয়ার্ড রিফাত কাজীর পাসে ঠান্ডা মাথায় ফিনিশিং অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের। এরপর বায়েজিত বোস্তামির গোল। বদলি নেমে এই ম্যাচেও গোল করেন তিনি। ম্যাচের শেষ মিনিটে তার দূরপাল্লার শট থেকে ব্যবধান ৪–০ করে বাংলাদেশ। যোগ করা সময়ে আরও একগোল যোগ করে লাল সবুজের ছেলেরা। দলের পঞ্চম আর নিজের দ্বিতীয় গোলটিও দূরপাল্লার শট থেকে পূরণ করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। আগামী ২৮ নভেম্বর শুক্রবার বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ বাহরাইন। এরপর ৩০ নভেম্বর গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক চায়নার মুখোমুখি হবে লাল–সবুজের প্রতিনিধিরা। সাত গ্রুপের চ্যাম্পিয়নরা সৌদি আরবে অনুষ্ঠিতব্য ১৬ দলের ফিফা অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকেট পাবে।











