বৃষ্টি মুখর শ্রাবন দিন,
বাজছে নুপুর জলের বিণ!
ছন্দ সুরে দিচ্ছে তাল,
গাছের পাতা টিনের চাল।
গাইছে যে ব্যাঙ ঘ্যাঙর ঘ্যাঙ,
মনের সুখে নাড়ছে ঠ্যাং!
কদম কেয়া হাসছে জুঁই,
জলের তোড়ে ভাসছে ভুঁই।
গাছের ডালে ভিজছে কাক,
ঝাড়ছে ডানা বন্ধ হাঁক!
ডাকছে মেঘে গুড়ুম গুম,
শব্দ জলের রুমুঝুম।
কমছে আবার বাড়ছে জোর,
নামছে ভীষণ বাদল ঘোর!
খোকা খুকুর বন্ধ পাঠ,
খেলছে ঘরে চাঁদের হাট।