শ্রমিক মালিক নিবিড় সম্পর্ক থাকলে দেশের অর্থনৈতিক অবস্থা মজবুত হবে

ইসলামী ফ্রন্টের শ্রমিক সমাবেশে বক্তারা

| রবিবার , ৫ মে, ২০২৪ at ১০:২৫ পূর্বাহ্ণ

ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ বলেছেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় এ যাবত যত মতাদর্শের আবির্ভাব হয়েছে, তার মধ্যে ইসলামী শ্রমনীতিই শ্রেষ্ঠত্বের দাবিদার। শ্রমিক ও মালিক উভয়ের অধিকার রয়েছে নিজ নিজ প্রাপ্য বুঝে পাওয়ার। তিনি বলেন,শ্রমিক মালিক নিবিড় সম্পর্ক থাকলে দেশের অর্থনৈতিক অবস্থা মজবুত হবে।গত ১ মে নগরীর ইপিজেড চত্বরে ইসলামী ফ্রন্টের শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন নিজামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদীর পরিচালনায় এতে উদ্বোধক ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য গোলামুর রহমান আশরফ শাহ। প্রধান বক্তা ছিলেন শায়েখ আল্লামা সৈয়দ হাসান আল আজহারী। স্বাগত বক্তব্য রাখেন মুহাম্মদ ইউনুচ তৈয়্যবী। বিশেষ অতিথি ছিলেন মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন,অ্যাডভোকেট ফরিদুল ইসলাম, মতিউল আলম চৌধুরী, ওবায়দুল মোস্তফা। বক্তব্য রাখেন এখলাছুর রহমান, হাফেজ নুর আলম, কে. এম. নুর উদ্দিন চৌধুরী, মাহবুবুর রহমান কাদেরী, হাফেজ আনছারুল হক, ইব্রাহিম এমদাদ, আবদল করিম সেলিম, মহিন উদ্দিন মনির, ইউসুফ কোম্পানি, সরোয়ার আলম টিপু, এইচ.এম. রবিউল হাসান কাদেরী, মোহাম্মদ মহিউদ্দিন, এটিএম রেজাউল মোস্তফা, খোরশেদ আলম সুমন, আবু তৈয়ব চৌধুরী, সৈয়দ মুহাম্মদ ইয়াছির, নাসির দস্তগীর, শামিমুল ইসলাম চৌধুরী,সাকিব রেজা কাদেরী, সাজ্জাদুল ইসলাম, আলী আজগর, কামাল উদ্দিন, মিজানুর রহমান, ওয়াহিদ, আবু বক্কর রানা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমমতার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উপকরণ বিতরণ
পরবর্তী নিবন্ধরাঙামাটি থেকে নিখোঁজ কিশোরী কর্ণফুলীতে উদ্ধার