শ্রমিক দল চট্টগ্রাম মহানগরের মতবিনিময় সভা

| বুধবার , ২৭ আগস্ট, ২০২৫ at ৫:৩৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগর, বেসিক সংগঠন, থানা ও ওয়ার্ড কমিটির সাবেক নেতৃবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা গত ২৫ আগস্ট সন্ধ্যা সাতটায় দোস্ত বিল্ডিংয়ের চতুর্থ তলায় দক্ষিণ জেলা শ্রমিক দলের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নিয়াজ আকনের সভাপতিত্বে ও হাজী জসিম উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম মিয়াজি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর হকার বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন, মোঃ মহিন উদ্দিন, বন্দর মার্চেন্ট শ্রমিক নেতা মোঃ হারুনুর রশিদ, আবুল খায়ের স্টিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার, মোঃ কাজল ইসলাম, শামসুল ইসলাম আরজু, মোঃ তপন, শহিদুল ইসলাম খোকন, মোঃ পারভেজ, মোঃ আনোয়ার, মোঃ আনোয়ার, মোঃ জাহেদ, জামাল গাজী, মোঃ সুমন, মোঃ আবু তালেব, মোঃ সারওয়ার, মোঃ বাবুল, গিয়াস উদ্দিন, মোঃ মিজান প্রমুখ নেতৃবৃন্দ।

এতে প্রধান অতিথি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশরত্ন তারেক রহমানের ঘোষিত ধানের শীষ প্রতীকের সকল প্রার্থীকে বিজয়ী করেমেহনতি শ্রমিক জনতার ন্যায্য অধিকার আদায়ের হাতকে শক্তিশালী করতে হবে। পহেলা সেপ্টেম্বর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর কমিটির সকল কর্মসূচিতে সর্বস্তরের শ্রমিকবৃন্দকে অংশগ্রহণের আহ্বান জানান বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআলোর দিশার ৪র্থ মোটিভেশন প্রোগ্রাম ও কুইজ প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধআমির ভাণ্ডারে সালাওয়াতে রাসূল (সা.) মাহফিল