বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সিএনজি অটোরিকশা সেক্টরের উদ্যোগে শ্রমিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সেক্টর সভাপতি বশির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: হারুন হাওলাদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর অন্যতম উপদেষ্টা সমাজসেবক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরীর সহ–সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম আসাদ।
এতে প্রধান অতিথি অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি আদর্শ ভিত্তিক সংগঠন। এ সংগঠন শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের পাশাপাশি শ্রমিক মেহনতী মানুষের কল্যাণে ভূমিকা রাখে। এরই অংশ হিসেবে আজ ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। তিনি নির্যাতিত নিপীড়িত মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা তলে সমবেত হওয়ার আহবান জানান। এতে আরো উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মুহাম্মদ শাহিন, মোতালেব হোসেন, জাহাঙ্গীর মুহুরীসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।