শ্রমিকের পরিবারের মাঝে চেক বিতরণ

| মঙ্গলবার , ২ আগস্ট, ২০২২ at ১০:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রামে অবস্থিত বিভিন্ন কারখানায় কর্মরত অবস্থায় মৃত্যুজনিত কারণে ৮ জন শ্রমিকের পরিবারের প্রত্যেককে দুই লক্ষ টাকা করে মোট ১৬ লক্ষ টাকা এবং ২ জন শ্রমিকের চিকিৎসার জন্য পয়ষট্টি হাজার টাকার চেক বিতরণ করা হয়।

গতকাল সোমবার শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপির উদ্যোগে এ মন্ত্রণালয়ের আওতাধীন কেন্দ্রীয় তহবিলের ১৬তম বোর্ড সভায় অনুমোদিত বিজিএমইএর সদস্যভুক্ত চট্টগ্রামের বিভিন্ন কারখানার শ্রমিকদের এ অর্থ বিতরণ করা হয়। অত্র দপ্তরে উপমহাপরিদর্শক বিজিএমইএর প্রতিনিধির উপস্থিতিতে শ্রমিক ও শ্রমিকের পরিবারের নিকট এ অর্থ হস্তান্তর করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঘাইছড়ির মারিশ্যা দিঘিনালা সড়কে পাহাড় ধস
পরবর্তী নিবন্ধচকরিয়ার সংরক্ষিত বন থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার