শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের কনভেনশনে নেতৃবৃন্দ

| সোমবার , ৪ আগস্ট, ২০২৫ at ৮:৫৩ পূর্বাহ্ণ

শ্রমিকদের অধিকার সংরক্ষণ ও জাতীয় স্বার্থ রক্ষার লক্ষ্যে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) চট্টগ্রাম আয়োজিত ‘কনভেনশন ’ গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সভাপতি এ এম নাজিম উদ্দিন।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি চৌধুরী আশিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন, শ্রমিক জোট সভাপতি সাইফুজ্জামান বাদশা, এস কে খোদা তোতন, মো. এনায়েত হোসেন আকন্দ, বাংলাদেশের মো. মাহতাবউদ্দিন শহীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রিজুয়ানুর রহমান। বক্তব্য রাখেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাঈদ আল নোমান তুর্য, টিইউসি’র চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত। শেখ নুরুল্লাহ বাহার, নুরুল আফসার তৌহিদ, আবু আহমেদ মিয়া, সম জামাল, এস কে বারী খোকন, কাজী শহিদুল্লাহ, মোস্তফা কামাল, সোহাগ মোল্লা।

বক্তারা বলেন, শ্রমিকদের নূন্যতম মজুরি, বেতনবোনাস, শ্রম আইন বাস্তবায়ন এবং চট্টগ্রাম বন্দরসহ অন্যান্য কর্মস্থলে জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরোধিতা এখন সময়ের দাবি। নেতৃবৃন্দ শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে অধিকার আদায়ে আন্দোলন জোরদারের করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঢাবি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের নবসংস্কারকৃত জামে মসজিদে জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের সহায়তা প্রদান
পরবর্তী নিবন্ধজুলাই গণ-অভ্যুত্থান দিবসে চবির কর্মসূচি