শ্রমিকদল পতেঙ্গা-হালিশহর শিল্পাঞ্চল শাখার দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল রবিবার নগরীর সিমেন্ট ক্রসিংয়ের একটি হলে অনুষ্ঠিত হয়। পতেঙ্গা-হালিশহর শিল্পাঞ্চল শাখার সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সভাপতি এম নাজিমুদ্দিন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লা বাহার। সম্মেলনে আবু জাফরকে সভাপতি, সরোয়ার কামালকে সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ সোলাইমানকে সাধারণ সম্পাদক, মোহাম্মদ কাইছারকে সিনিয়র যুগ্ম সম্পাদক ও মোহাম্মদ মোস্তক আহমেদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। নবনির্বাচিতদের আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি তৈরি করে অনুমোদনের জন্য জমা দিতে বলা হয়। প্রেস বিজ্ঞপ্তি।