শ্রমিককে মারধর করে বস্তায় ভরে নিয়ে যাওয়ার পথে উদ্ধার

লোহাগাড়ায় গাছ কাটা নিয়ে দুই পক্ষে সংঘর্ষ, আহত ৬

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৩১ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় বাগানের গাছ কাটা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাতগড় নতুন পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে একই এলাকায় কাসেমের দোকান ভাঙচুর ও লুটপাট করেছে একদল দুর্বৃত্ত।

আহতরা হলেন, একই এলাকার আমির হামজা (৬৮), সুফিয়া বেগম (৬০), ওমর ফারুক (৩০), আবদুন নবী (৬৫), মো. ইব্রাহিম (৩০) ও মো. সাইফুল (৩৫)

জানা যায়, দক্ষিণ সাতগড় ইলিয়াছের খামার এলাকায় বাগানের গাছ নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। ঘটনার দিন গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। রাত ৮টার দিকে ঘটনাস্থলে একপক্ষ লোকজন নিয়ে অপরপক্ষের গাছ কাটার কাজে

নিয়োজিত শ্রমিক ওমর ফারুককে মারধর করে। এক পর্যায়ে তাকে বস্তায় ভরে জিপ গাড়িতে করে নিয়ে যাওয়ার খবর পান তার স্বজনরা। পরে স্থানীয় লোকজন কাসেমের দোকান এলাকায় পথে গতিরোধ করে আহত ওমর ফারুককে জিপ গাড়ি থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করে। এই সময় সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের ৬ জন আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে রাত সাড়ে ১২টার দিকে একদল দুর্বৃত্ত কাসেমের দোকান ভাঙচুর করে। দুর্বৃত্তরা দোকানে থাকা মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।

বাগানের গাছ কাটা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. তৈয়ব উল্লাহ। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। সংঘর্ষের ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান অভ্যুত্থানে আহতদের
পরবর্তী নিবন্ধগাজী মোহাম্মদ নাছির উদ্দিন